বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী চুয়াডাঙ্গা শাখার দ্বিবার্ষিক সম্মেলন  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী চুয়াডাঙ্গা শাখার দ্বিবার্ষিক সম্মেলন  

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী চুয়াডাঙ্গা জেলা শাখার  দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত  হয়েছে। শনিবার (০৯ নভেম্বর) চুয়াডাঙ্গা রেলস্টেশন সংলগ্ন চত্বরে জাতীয় ও শ্রমিকদলের পতাকা উত্তোলন, পবিত্র কোরআন তেলাওয়াত ও উদ্বোধনী ঘোষণার মাধ্যমে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। 

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যৌথভাবে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা  জেলা  বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু ও জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক-কর্মচারী  কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ রফিকুল ইসলাম। 

বিশেষ অতিথি ছিলেন  জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক- কর্মচারী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. এম আর মঞ্জু, জাতীয়তাবাদী শ্রমিকদলের কেন্দ্রীয় নেত্রী সাথী খাতুন, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদল চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি এম জেনারেল ইসলামসহ বাংলাদেশ রেলওয়ের খুলনা, পাকসী ও রাজশাহী অঞ্চলের শ্রমিক নেতা ও কর্মচারীরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন সম্মেলন কমিটি আহ্বায়ক খাইরুজ্জামান। সম্মেলনটি সঞ্চালনা করেন পাকশী রেলওয়ের শ্রমিকদল নেতা সোহেল রানা।

টিএইচ